হোম » সারাদেশ » আলফাডাঙ্গায় সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত

আলফাডাঙ্গায় সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সভাকক্ষে দুই ঘন্টাব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিভিন্ন মসজিদের ইমাম, মাদ্রাসা প্রধান, মন্দিরের পুরোহিত, সনাতন ধর্মীয় সংগঠনের প্রধান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, দপ্তর প্রধান, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী অংশ নেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াছমীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, আলফাডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন, আলফাডাঙ্গা পৌরসভার মেয়র মো. আলী আকসাদ ঝন্টু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ সেলিম রেজা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান, আলফাডাঙ্গা আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদুল ইসলাম, আলফাডাঙ্গা ইসলামিক ফাউন্ডেশনের এমসি তামিম আহমেদ, আলফাডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি কুতুবউদ্দিন ফরিদী, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর কুমার বিশ্বাস ও আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার আলম প্রমুখ।
সভায় বক্তারা আলফাডাঙ্গা উপজেলাকে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ এলাকা উল্লেখ করে অতীতের ন্যায় ভবিষ্যতেও উপজেলায় সকল ধর্মালম্বিদের সাথে সামাজিক সম্প্রীতি বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন। সেইসাথে সম্প্রতি ফরিদপুরের মধুখালি উপজেলার পঞ্চপল্লী গ্রামে সহিংসতায় দু’জনের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
error: Content is protected !!