হোম » সারাদেশ » চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে প্রাণ গেল দুই যাত্রীর পটিয়ায় বাস-টেক্সি সংঘর্ষ

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে প্রাণ গেল দুই যাত্রীর পটিয়ায় বাস-টেক্সি সংঘর্ষ

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পটিয়া এলাকায় দ্রুতগামী মার্সা চেয়ারকোচ ও সিএনজি টেক্সির সংঘর্ষে ২ টেক্সি যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন ৪ জন। নিহতরা হলেন চন্দনাইশ উপজেলার বৈলতলীর আবু তৈয়বের ছেলে আবু বক্কর তাসিব (২১) ও কক্সবাজার জেলার রামু থানার আহমদ হোসেনের ছেলে নুরুল আলিম (২৮)।
গত শুক্রবার রাত সাড়ে ৮টায় চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার খরনা চেয়ারম্যানঘাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে পটিয়া অভিমুখী দ্রুতগামী মার্সা দোহাজারী অভিমুখী নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়।
এসময় অটোরিকশাতে থাকা যাত্রীদের মধ্যে চন্দনাইশ উপজেলার বৈলতলীর আবু তৈয়বের ছেলে আবু বক্কর তাসিব (২১), কক্সবাজার জেলার রামু থানার আহমদ হোসেনের ছেলে নুরুল আলিম (২৮), বৈলতলীর রাকিব হোসেন (২০), মোহাম্মদ জাবেদ (১৯), মোহাম্মদ সিহাব (২২), চকরিয়ার সিএনজি চালক লিটন (৩৫) আহত হয়।
আহতদেরকে চন্দনাইশ বিজিসি ট্রাস্ট হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আবু বক্কর তাসিব ও নুরুল আলিমকে মৃত ঘোষণা করেন। আহতদেরকে চিকিৎসা দেয়া হয়। এ বিষয়ে পটিয়া ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিকুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনার বিষয়টি সংশ্লিষ্ট থানা তদারকি করছেন। যার কারণে আমাদের কাছে বিস্তারিত কোন তথ্য এখনো আসেনি।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বৈলতলী ইউপি চেয়ারম্যান এসএম সায়েম। খবর পেয়ে চন্দনাইশ থানার ইন্সপেক্টর তদন্ত যুযুৎসু যশ চাকমা নিহত ২ জনের সুরুতহাল রিপোর্ট তৈরী করেছেন।
error: Content is protected !!