হোম » সারাদেশ » নওগাঁ সীমান্তে বিজিবি- বিএসএফ পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত 

নওগাঁ সীমান্তে বিজিবি- বিএসএফ পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত 

জয়পুরহাট প্রতিনিধি: আলোকিত গ্রাম  আলোকিত মানুষ আলোকিত সীমান্ত এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁ সীমান্তে মাদক ও চোরাচালান মুক্ত করতে বিজিবি-বিএসএফ এর অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 
শনিবার  সকাল ১০ টায় বাংলাদেশের অভ্যন্তরে খয়েরবাড়ি মাঠ নামক স্থানে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এবং ১৩৭ ব্যাটালিয়ন বিএসএফ এর মধ্যে  ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বর্ডার গার্ড বাংলাদেশ এর পক্ষে ১৫ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্বদেন ১৪ বিজিবির অধিনায়ক  লেঃ কর্নেল মোঃ হামিদ উদ্দিন, অপরদিকে  ১৫ সদস্য বিশিষ্ট বিএসএফ প্রতিনিধি দলের নেতৃত্বদেন ১৩৭ ব্যাটালিয়ন বিএসএফ কমান্ড্যান্ট শুকভীর ধাংগার।
অনুষ্ঠানে উভয় দেশের সাধারণ মানুষ এবং ছাত্র-ছাত্রীদের জন্য বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। পরে তাদের কে পুরষ্কৃত করা হয়।
সাধারণ জনগণকে সম্পৃক্ত রেখে মাদক ও চোরাচালানমূক্ত আলোকিত সীমান্ত বিনির্মানে এ ধারা অব্যাহত থাকবে। উভয় কমান্ডার সীমান্তকে সৌহার্দপূর্ণ ও সহিংসতামূক্ত একটি মডেল সীমান্ত বিনির্মানে দৃঢ অঙ্গীকার ব্যাক্ত করেন।
error: Content is protected !!