হোম » সারাদেশ » বদলগাছীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী

বদলগাছীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী

আব্দুল কাদের, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এবারে প্রদর্শনীতে মুল আকর্ষণ ছিল মহিশ ও ঘোড়া। এ ছাড়া গ্রামঞ্চলে লালিত পালিত সব ধরণের পশু পাখি ও গরু ছাগল স্থান পেয়েছে প্রদর্শনীতে।

এই উপলক্ষ্যে বৃহস্পতবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল হাসান সোহাগ এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন নওগাঁ জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ আবু তালেব, সহকারী কমিশনার (ভ‚মি) আতিয়া খাতুন, কৃষি কর্মকর্তা সাবাব ফারহান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান, সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার ডি.এম এনামুল হক, আব্দুর রহিম দেওয়ান বাবলু, ভেটেরিনারি সার্জন ডাঃ নাজমুল ইসলাম সাগর, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুল হক বিপিএএ।

শেষে সেরা উদ্দোক্তাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

error: Content is protected !!