হোম » সারাদেশ » ডোমারে প্রানিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী

ডোমারে প্রানিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী

মোঃ রিমন চৌধুরী,ডোমার(নীলফামারী)প্রতিনিধি: ‘‘প্রাণিসম্পদে ভরবো দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ’’ প্রতিপাদ্যে নীলফামারীর ডোমার উপজেলায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন জাতের প্রাণি প্রদর্শনে উপজেলা চত্ত্বরে ৩৬টি স্টল দেওয়া হয়েছে।

বৃহষ্পতিবার(১৮এপ্রিল)সকালে উপজেলা পরিষদ হলরুমে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগীতায় আলোচনা সভার আয়োজন করা হয়।

নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বিপিএএ এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ মোজাম্মেল হক।এসময় বীর মুক্তিযোদ্ধা, খামারি ও সুধিজন আলোচনা সভায় অংশ গ্রহন করেন।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়াল মাধ্যমে অনুষ্ঠানটির উদ্বোধন করেন।ডোমারে প্রোজেক্টরের মাধ্যমে প্রধানমন্ত্রীর বক্তব্য সরাসরি সম্প্রচার করা হয়।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি অন্যান্য অতিথিদের নিয়ে প্রদর্শনীর স্টল ঘুরে দেখেন।

error: Content is protected !!