হোম » সারাদেশ » সরিষাবাড়ীতে বিদ্যুৎপিষ্ট হয়ে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু

সরিষাবাড়ীতে বিদ্যুৎপিষ্ট হয়ে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যুৎপিষ্ট হয়ে মারুফ হোসেন (১৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানাগেছে। শুক্রবার (১৯ জানুয়ারি) সকালে উপজেলার কামরাবাদ ইউনিয়নের কান্দারপাড়া ও রায়ের ছড়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের মামা ছানোয়ার হোসেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কামরাবাদ ইউনিয়নের কান্দারপাড়া রায়ের ছড়া গ্রামের মজনু মিয়া মজুর পুত্র মারুফ হোসেন শুক্রবার সকালে বোরো মৌসুমে বৈদ্যুতিক সেচপাম্পের সুইচ দিতে যায়।

এ সময় বিদ্যুতায়িত হলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মারুফ হোসেন রায়ের ছড়া বশির উদ্দিন উচ্চ বিদ্যালয় এর ষষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থী ছিল।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মেহেদী হাসান বলেন, শিশুটিকে বেলা ১১:৫০ মিনিটে তার স্বজনরা মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। সে বিদ্যুতায়িত হয়েছিল বলে জেনেছি।

এবিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান বলেন, এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

error: Content is protected !!