হোম » সারাদেশ » দেশ ও জাতীর উন্নয়নে নৌকায় ভোট দিন- তাওহীদুল ইসলাম

দেশ ও জাতীর উন্নয়নে নৌকায় ভোট দিন- তাওহীদুল ইসলাম

মোঃ মনির হোসেন সোহেল : চাটখিল প্রতিনিধিঃ দেশ ও জাতীর উন্নয়নে নৌকা প্রতীকে ভোট দেওয়া আহবান জানান বদলকোট ইউনিয়ন আওয়ামীলীগের নেতা ও তরুন উদীয়মান ব্যবসায়ী তাওহীদুল ইসলাম তাওহীদ। সোমবার রাতে নিজ ইউনিয়নে পথসভা ও মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন। 
সোমবার (১ জানুয়ারী) নোয়াখালী জেলার চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়ন সকল ওয়ার্ডে  আওয়ামী লীগের নেতা কর্মীদের মাঝে “নৌকার মার্কায় ভোট দিন” মাফলারে খচিত লিখায় নেতা কর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনায় বাড়াতে এমন উদ্যোগ নিয়েছেন বদল কোট ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য তরুণ উদীয়মান ব্যবসায়ী মোঃ তাওহিদুল ইসলাম তাওহিদ।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বেলায়েত হোসেন, বদলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোলায়মান শেখ ও আওয়ামী লীগ নেতা স্বপন ও স্থানীয় আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মোঃ তাওহিদুল ইসলাম তাওহিদ নেতা কর্মীদের উদ্দেশ্য বলেন, আগামী ৭ জানুয়ারি নৌকা প্রতীকের সমর্থনে ও নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের নৌকা প্রতীকের প্রার্থী এইচ এম ইব্রাহিমকে রায় দেওয়ার আহবান জানান।

Loading

error: Content is protected !!