হোম » শহর-নগর » নাটোরে ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

নাটোরে ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

আওয়াজ অনলাইন নাটোরের আব্দুলপুরে মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হওয়ায় উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকা ও খুলনার মধ্যে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

আজ বুধবার দুপুর ১টার দিকে এই ঘটনা ঘটে।

মালবাহী ট্রেনটি পাবর্তীপুর থেকে ঢাকায় যাচ্ছিল। এর ফলে উত্তরাঞ্চলের সাথে ঢাকার ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। দুর্ভোগের মধ্যে পড়েছেন অন্যান্য ট্রেনের যাত্রীরা।

আব্দুলপুর স্টেশনের মাষ্টার জিয়াউদ্দিন জানান, আজ বুধবার দুপুর ১টার দিকে পাবর্তীপুর থেকে মালবাহী ট্রেনটি ঢাকায় যাওয়ার পথে আব্দুলপুর জংসন স্টেশনে ঢোকার মুখে পিছনের দুটি বগি লাইনচ্যুত হয়। এর মধ্যে একটি বগি উল্টে যায়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

লাইনের ওপর লাইনচ্যুত হওয়ায় অন্যান্য স্টেশনে বেশ কয়েকটি ট্রেন আটকা পড়েছে।  বিষয়টি রাজশাহী ও পাকশিতে পশ্চিমাঞ্চল রেল কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানান তিনি।

Loading

error: Content is protected !!