হোম » প্রধান সংবাদ » সোনাইমুড়ীতে দলিল লেখক সমিতির নামে চাঁদা আদায়

সোনাইমুড়ীতে দলিল লেখক সমিতির নামে চাঁদা আদায়

মোঃ হানিফ, সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধিঃ নোয়াখালীর সোনাইমুড়ীতে ভ‚মি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে নিয়মনীতি উপেক্ষা করে ব্যাপক হারে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। সমিতির হাতে জিম্মি হয়ে পড়েছেন জমির ক্রেতা-বিক্রেতা, সাধারণ ও নিরীহ মানুষকে জিম্মি করে আদায়কৃত চাঁদা ভুঁইফোড় সমিতির নেতারা ও সাবরেজিস্ট্রি অফিসের কতিপয় লোকজন ভাগবাটোয়ারা করে নিচ্ছে। সাব-রেজিস্ট্রি অফিসের ভুঁইফোড় দলিল লেখক সমিতির নামে সভাপতি ও সাধারণ স¤পাদক কৌশলে নির্দিষ্ট অংকের চাঁদা আদায় করে থাকেন। উক্ত অফিসে সিন্ডিকেট তৈরি করে দলিল লেখকরা প্রতিটি দলিলে ১ হাজার টাকা করে চাঁদা

আদায় করে থাকেন। আর এসব চাঁদার টাকা আদায় করেন এ অফিসের অফিস সহকারী নূর উলাহ। সূত্রে জানা যায়, সোনাইমুড়ী সাবরেজিস্ট্রি অফিসে দীর্ঘ ৪০ বছর ধরে দলিল লেখক সমিতির কোন নির্বাচন হয়না। নদনা ইউনিয়নের শাকতোলা গ্রামের দলিল লেখক সোলায়মান মিয়া দীর্ঘদিন ধরে এ অফিসে আধিপাত্য বিস্তার করে আসছে। তার আক্সগুলের ইশারায় এ অফিস নিয়ন্ত্রণ হয়ে থাকে। কোন দলিল রেজিস্ট্রি হবে আর কোন দলিল হবেনা তা সে নির্ধারণ করে থাকে। সে এখানে একটি চক্র গড়ে তোলে।

এই চক্রটি বসে নির্বাচন ছাড়াই সমঝোতা করে সভাপতি ও সাধারণ স¤পাদক নির্ধারণ করে। পরে শুরু করে সমিতি ফির নামে চাঁদা আদায়। সমিতি ফি কোন দাতা-গ্রহীতা ও দলিল লেখকরা দিতে অনীহা প্রকাশ করলে তার দলিল ফিরিয়ে দেয়া হয়। আবার অন্য উপজেলা থেকে কোন দলিল লেখক এখানে দলিল রেজিস্ট্রি করতে এলে তাদের নির্ধারিত চাঁদা দিতে অনীহা প্রকাশ করলে শুরু হয় তার সাথে দুর্ব্যবহার। প্রতিদিন এই চাঁদার ভাগ- বাটোয়ারা নিয়ে দলিল লেখক ও জনসাধারণের সাথে হাতাহাতি করতে

দেখা যায়। প্রতিদিন এই অফিসে প্রায় অর্ধ শতাধিক দলিল রেজিস্ট্রি হয়ে থাকে। দলিল লেখক সমিতির প্রতিদিন চাঁদা আদায় অর্ধ লক্ষাধিক টাকা। নতুন সাব রেজিস্ট্রার এখানে যোগদান করলেই দলিল লেখকদের সমিতি ফ্#ি৩৯;র নামে চাঁদা আদায়ের প্রতিবাদ করলে দলিল লেখকরা ও ঐ সিন্ডিকেট একত্রিত হয়ে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে উঠেপড়ে লাগে। পরে সাব রেজিস্ট্রার তাদের অন্যায় আবদার মেনে নিলে তারা শান্ত হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একজন দলিল লেখক জানান, সোনাইমুড়ী সাব

রেজিস্ট্রি অফিসে সমিতি ফ্#ি৩৯;র নামে চাঁদা আদায় করে থাকে। তাদের দাবীকৃত চাঁদা ও হয়রানির কারণে আমরা অতিষ্ট। দলিল লেখক সমিতির কথিত সভাপতি সোলায়মান মিয়া ও সাধারণ স¤পাদক সোহরাব হোসেন স্বপনের নির্দেশে অফিস সহকারী নূর উল­াহ এই চাঁদার টাকা আদায় করে থাকেন। সারা দিনের চাঁদার টাকা রাতের বেলায় সাব রেজিস্ট্রি অফিসের লোকজন ও কথিত দলিল লেখক সমিতির সিন্ডিকেট ভাগ-বাটোয়ারাকরে থাকে। সোনাইমুড়ী সাব রেজিস্ট্রার অফিসের অফিস

সহকারী নূর উল­াহ জানান, তিনি সমিতি ফ্#ি৩৯;র নামে কোন চাঁদা আদায় করে থাকেন না। তবে দলিল লেখকদের মধ্যে কেউ কেউ চাঁদা নিয়ে থাকেন বলে তিনি স্বীকার করেন। সোনাইমুড়ী দলিল লেখক সমিতির কথিত সভাপতি সোলায়মান মিয়া চাঁদা আদায়ের বিষয় অস্বীকার করেন। সোনাইমুড়ী সাব রেজিস্ট্রার সুমন ঘোষ জানান, অফিসের বাহিরে লেখকরা কি করেন
তা তিনি জানেন না। তবে দলিল লেখক সমিতি ফ্#ি৩৯;র নামে চাঁদা আদায়ের বিষয়ে তিনি শুনেছেন। তদন্ত করে ব্যবস্থা নিবেন।

error: Content is protected !!