হোম » অপরাধ-দুর্নীতি » একরামুল হকের পরিবারের উপর সন্ত্রাসী হামলার সুবিচারের দাবিতে মানববন্ধন

একরামুল হকের পরিবারের উপর সন্ত্রাসী হামলার সুবিচারের দাবিতে মানববন্ধন

মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট জেলা প্রতিনিধি: আজ শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টা ৩০মিনিটে রাজারহাটের ঘরিয়াল ডাংগা ইউনিয়নের ১নং ওয়ার্ডের সুলতান বাহাদুর মিয়াপাড়া স্কুল মাঠ সংলগ্ন সড়কে এলাকাবাসীর আয়োজনে আঃ হাকিম, হামিদ ও জাহিদের ভাড়াটিয়া সন্ত্রাসীদের দ্বারা একরামুল হকের বাড়ীতে হামলাকারীদের সু-বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডে সদস্য এন্তাল আলী। বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক চাঁন মিয়া, নিরাপদ সড়ক চাই রাজারহাটের সাবেক সাধারণ সম্পাদক বেনজির আহমেদ, ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সাবেক সদস্য সাইরুল ইসলাম, লাঞ্চিত পরিবারের পক্ষে একরামুল হক, গোলাম মোস্তফা, এলাকাবাসীর পক্ষে সমশের আলী প্রমুখ।

বক্তারা সবাই বলেন, পারিবারিক কলোহের জের ধরে একরামুল হকের বাড়িতে গত ১৯ ফেব্রুয়ারি বিকাল অনুমান ৩টা ৩০মিনিটে চিহ্নিত গাজা ব্যবসায়ী জাহিদের নেতৃত্বে ভারাটিয়া সন্ত্রাসীরা বাড়িতে এসে এলোপাতাড়ি মারতে থাকে। পরিবারের ৫জন সদস্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।  আসামীদের পুলিশ গ্রেফতার করলেও দুদিনে মধ্যে জামিনে মুক্তি পেয়ে প্রকাশ ঘুরে বেড়াচ্ছে যা নিরাপত্তাহীন ভাবে চলাচল করতে হচ্ছে পরিবারের বাকি সদস্যদেরকে। প্রকৃত ঘটনার সঠিক তদন্ত করে সঠিক বিচার চেয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট জোর দাবি জানান। এ সময় সুলতান বাহাদুর গ্রামের ৫শতাধিক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

error: Content is protected !!