হোম » প্রধান সংবাদ » শান্তিপূর্ণভাবে গাইবান্ধা ও সুন্দরগঞ্জ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত

শান্তিপূর্ণভাবে গাইবান্ধা ও সুন্দরগঞ্জ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত

শাহজাহান সিরাজ, গাইবান্ধা : দু’একটি বিচ্ছিন ঘটনা ছাড়া সুষ্ঠ ও শান্তিপূণ ভাবে সম্পন্ন হয়েছে গাইবান্ধা ও সুন্দরগঞ্জ পৌরসভা নির্বাচন। বিকেল চারটার পর চলছিল ভোট গননার কাজ। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত। সকালের শুরুর দিকে কুয়াশাজনিত কারনে ভোটার উপস্থিতি কম থাকলেও, বেলা বাড়ার সাথে সাথে শীতকে উপেক্ষা কওে প্রতিটি কেন্দ্রেই ভোটার উপস্থিতি বাড়তে থাকে। গাইবান্ধা পৌরসভায় মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতা করছেন আওয়ামীলীগ, বিএনপি, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ও
স্বতন্ত্রসহ মোট আট জন প্রার্থী।

 

এছাড়া সংরক্ষিত আসনে ১৭ জন এবং কাউন্সিলর পদে ৪১ জনসহ মোট ৬৬ জন প্রার্থী এই ভোটযুদ্ধে প্রতিদ্বন্ধিতা করছেন। গাইবান্ধা পৌরসভা নির্বাচনে মোট ৫১ হাজার ৩শ ৮৭ জন ভোটার ৩১টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। অপরদিকে সুন্দরগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি ও এনডিএমসহ নির্বাচনে একাধিক আওয়ামীলীগ বিদ্রোহী ও স্বতন্ত্র প্রাথীসহ মেয়র পদে সাতজন, সংরক্ষিত আসনে ১১ জন এবং কাউন্সিলর পদে ৩২ জনসহ মোট ৫০ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করেন। সুন্দরগঞ্জ পৌরসভা নির্বাচনে মোট ১৪ হাজার ৭১ জন ভোটার ৯ টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

error: Content is protected !!