হোম » প্রধান সংবাদ » রৌমারী সীমান্তে ভারতীয় গরু চোরাকারবারী আটক

রৌমারী সীমান্তে ভারতীয় গরু চোরাকারবারী আটক

রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা সীমান্ত থেকে মোঃ নুরুজ্জামান (২৫) নামে এক ভারতীয় গরু চোরাকারবারীকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। রবিবার (০৩ জানুয়ারী) ১ ঘটিকায় সীমান্ত পিলার ১০৫৭ হতে আনুমানিক ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উজান ঝগড়ারচর নামক স্থান হতে তাকে আটক করা হয়। আটক মোঃ নুরুজ্জামান,পার্শবর্তী দেশ ভারতের ধুবরী জেলার, হাটশিংগীমারী থানার, কানাইমারা গ্রামের সুরত আলীর পুএ। বিজিবি সূত্রে জানাগেছে, আটককৃত এই ভারতীয় নাগরিক গরু চোরাচালানের টাকা লেনদেনের উদ্দেশ্যে আনুমানিক ০৭ ঘটিকায় বাংলাদেশে প্রবেশ করে। এ বিষয়ে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) এর অধিনায়ক লে: কর্নেল এসএম আজাদ আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত আসামীকে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দায়ের করে রৌমারী থানায় হস্তান্তর করা হয়েছে।

error: Content is protected !!