হোম » প্রধান সংবাদ » কালুখালীতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

কালুখালীতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মোনায়েম হোসেন রাজু, বিশেষ প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে বুধবার রাজবাড়ীর কালুখালী উপজেলায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা এই সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেয়।

উপজেলা ইউআরসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: আব্দুল্লাহ আল মামুন।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালুখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো।

অনুষ্ঠানে বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) শেখ নুরুল আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ এনায়েত হোসেন, উপজেলা প্রকৌশলী তৌহিদুল হক জোয়াদ্দার উপজেলা কৃষি অফিসার মাছিদুর রহমান , উপজেলা সমাজ সেবা অফিসার জিল্লুর রহমান প্রমুখ।

Loading

error: Content is protected !!