হোম » প্রধান সংবাদ » ভালুকায় নারী ও কন্যা শিশু নির্যাতন, সহিংসতা রোধে ওয়ার্ল্ড ভিশন উদ্যোগে গণস্বাক্ষর কর্মসূচি পালন।

ভালুকায় নারী ও কন্যা শিশু নির্যাতন, সহিংসতা রোধে ওয়ার্ল্ড ভিশন উদ্যোগে গণস্বাক্ষর কর্মসূচি পালন।

আরিফুল ইসলাম আরিফ,(ময়মনসিংহ) ভালুকা প্রতিনিধিঃ-ভালুকায় ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে নারী ও কন্যা শিশু নির্যাতন এবং সহিংসতা বন্ধে ”আমিই কোনদিন নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা করবোনা” এই ¯েøাগানকে সামনে রেখে গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হয়েছে।৩০শে নভেম্বর সোমবার দুপুরে উপজেলার ৭নং মল্লিকবাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে ভালুকা এরিয়া প্রােগ্রাম,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে ওই গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হয়।

গণস্বাক্ষর কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মল্লিকবাড়ী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এস.এম.আকরাম হোসাইন।অন্যদের মধ্যে ইউপি সদস্য আঃ খালেক,ইউপি সদস্য শামসুল হক,ইউপি সদস্য শামসুল হক,ইউপি সদস্য আঃ হামিদ,ইউপি সদস্য এফ.এম.আসমত আলী,ইউপি সদস্য মোঃ কবির হোসেন,মহিলা ইউপি সদস্য শিরিনা,শিউলি আক্তার,

ইউপি সচিব সফিকুল ইসলাম,ওয়ার্ল্ড ভিশন মল্লিকবাড়ী প্রোগ্রাম অফিসার রোজলীন রীপা জয়ধর,মোঃ এনামুল হক,বিবেক চন্দ বর্মন,এমদাদ হোসেন,মোঃ রমজান,মানিক বর্মন,গ্রাম পুলিশ সদস্য সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।এসময় সাধারণ জনগণ সহ অনেকে এই সাক্ষর কর্মসূচিতে অংশগ্রহন করে সাক্ষর করেন।

error: Content is protected !!