আরিফুল ইসলাম আরিফ,ময়মনসিংহ, ভালুকা,প্রতিনিধিঃ ভালুকায় ভাষা সৈনিক মোস্তফা এম,এ,মতিনের কন্যা মনিরা সুলতানা জেলা আ:লীগের মহিলা বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় গণসংবংধনা।জানাযায়, ভালুকা সরকারী কলেজ মাঠে ভালুকা উপজেলা পরিষদের সফল ভাইস চেয়ারম্যান মনিরা সুলতানা মনি,ময়মনসিংহ জেলা আ’লীগের নব গঠিত কমিটিতে মহিলা বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় ভালুকা বাসীর পক্ষ থেকে গণসংবর্ধনা দেওয়া হয়।
গণসংবর্ধনা কালে ভালুকা সরকারী কলেজ এর প্রতিষ্ঠাতা ভাষা সৈনিক সাবেক এমপি তাঁর মরহুম পিতা এ্যাড:মোস্তফা এম,এ মতিনের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করা হয়।ভালুকায় মটর শোভা যাত্রাটি ভালুকা পৌর শহর হয়ে নিজ এলাকা সাতেঙ্গায় মোস্তফা মতিন উচ্চ বিদ্যালয় মাঠে মনিরা সুলতানা মনি,যাওয়ার পর এলাকার সর্বস্তরের মানুষ তাঁকে ফুল দিয়ে বরণ করে নেয়।এ সময় তাঁর সাথে ময়মনসিংহ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল জেলা আ’লীগের সদস্য মোন্তাজ উদ্দিন মন্তা,জেলা আ’লীগের উপদেষ্টা সদস্য এ্যাড: শওকত আলী, ভালুকা সরকারী কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ, উপাধ্যক্ষ কামরুজ্জামান তুহিন,প্রভাষক আ.ফ.ম.আফজাল হোসেন,ভালুকা উপজেলার সফল ছাত্র নেতা রানা,সহ উপজেলা ও পৌরসভা আ’লীগ,যুবলীগ,ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।