হোম » প্রধান সংবাদ » হযরত শাহজালাল বিমানবন্দরে আরও একটি বোমা উদ্ধার

হযরত শাহজালাল বিমানবন্দরে আরও একটি বোমা উদ্ধার

ডেস্ক রিপোর্ট:: রাজধানীর হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরের তৃতীয় টার্মিনালের কনস্ট্রাকশন সাইটে চলমান পাইলিং এর সময় ২৫০ কেজি ওজনের আরো একটি বোমা পাওয়া গেছে।

শনিবার (১৯ ডিসেম্বর) আনুমানিক সকাল ১০:৫০ মিনিটে বিমানবন্দরে নির্মাণাধীন তৃতীয় টার্মিনাল থেকে বোমাটি উদ্ধার করা হয়। এ নিয়ে তিনটি বোমা উদ্ধার করা হল। আরও বোমা আছে বলে আশঙ্কা করছেন বিমান বাহিনীর বিশেষজ্ঞরা।

বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুর প্রশিক্ষিত বোমা ডিসপোজাল দল আধুনিক যন্ত্রপাতিসহকারে দ্রুততার সাথে ঘটনা স্থলে পৌঁছে বোমাটি নিষ্ক্রিয় করে।

পরবর্তীতে বোমাটি ধ্বংস করার উদ্দেশ্যে প্রয়োজনীয় সতর্কতার সহিত নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। উল্লেখ্য যে, বোমা বিশেষজ্ঞরা ধারণা করছেন হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে প্রাপ্ত পূর্বের বোমাগুলোর ন্যায় এই বোমাটিও ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভূমিতে নিক্ষেপ করা হয়েছিল।

সূত্র: আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) ওয়েবসাইট।

### SSS

Loading

error: Content is protected !!