হোম » Uncategorized » চুয়াডাঙ্গা সদর হাসপাতালে হাম রুবেলা ক্যাম্পেইন-২০২০ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে এমপি ছেলুন জোয়ার্দার 

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে হাম রুবেলা ক্যাম্পেইন-২০২০ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে এমপি ছেলুন জোয়ার্দার 

মো :তারিকুর রহমান চুয়াডাংগা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সদর হাসপাতালে হাম রুবেলা ক্যাম্পেইন-২০২০ এর শুভ উদ্বোধন করা হয়েছে।  শনিবার সকাল সাড়ে ৯ টার সময় চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সিভিল সার্জন অফিসে হাম রুবেলা ক্যাম্পেইন-২০২০ এর শুভ উদ্বোধন করেন চুয়াডাঙ্গা ১ আসনের মাননীয় সংসদ সদস্য চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জননেতা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। এ সময় এমপি মহোদয় বলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি সেক্টরকে উন্নয়ন করে গড়ে তুলছে।এবং  সাধারণ মানুষের সেবা নিশ্চিত করার লক্ষে সাস্থ্য সেবায় অনেক অবদান রেখেছেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সিভিল সার্জন প্রতি আহ্বান জানান  মানুষের সেবায় এগিয়ে আশার জন্য।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডাঃএম মারুফ হাসান’র পরিচালনায় আলোচনা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার,অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) আবু  তারেক ,জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দীপক কুমার শাহা,চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র,চুয়াডাঙ্গা সদর হাসাপাতালের সিনিয়র কনসালটেন্ট ডাঃআকলিমা খাতুন,চুয়াডাঙ্গা জেলা তথ্য কর্মকর্তা,চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাঃমাহবুবুর রহমান মিলন,ডাঃআওলিয়ার রহমান,আরএমও ডাঃসাজিদ হাসান, এ সময় উপস্থিত ছিলেন  চুয়াডাঙ্গা সদর হাসাপাতালের কর্মকর্তা ও কর্মচারী, সাংবাদিক  বৃন্দ।

Loading

error: Content is protected !!