হোম » Uncategorized » শ্রীবরর্দীতে ৪২ তম জাতীয়  বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত 

শ্রীবরর্দীতে ৪২ তম জাতীয়  বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত 

শেরপুর প্রতিনিধিঃ শেরপুর জেলার শ্রীবরর্দী উপজেলায় ৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে  ৬ ডিসেম্বর রবিবার বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়। উক্ত মেলার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব নিলুফা আক্তার, মেলায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব এ ডি এম শহিদুল ইসলাম,  চেয়ারম্যান, উপজেলা পরিষদ শ্রীবরদী, সাইদুর রহমান উপজেলা মৎস্য কর্মকর্তা, শ্রীবরদী, জনাব রুহুল আলম তালুকদার,  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোশারফ হোসেন উপজেলা একাডেমিক সুপারভাইজার,

শ্রীবরদী, বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা।মেলায় ৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা  অংশ গ্রহন করেন।করোনা ভয়াবহতার মাঝেও চমৎকার উপস্থাপনা নিয়ে  হাজির হয়েছে শিক্ষার্থীরা। প্রজেক্ট  মূল্যায়নে প্রথম স্থান অর্জনকরে   বানিবাইদ এ এ এম পি উচ্চ বিদ্যালয়,  দ্বিতীয় স্থান কাকিলাকুড়া উচ্চ বিদ্যালয়,  তৃতীয় স্থান শ্রীবরদী এ পি পাইলট ইন্সটিটিউশন শ্রীবরদী, শেরপুর।কলেজ পর্যায়ে বিজয়ী হয়েছে শ্রীবরদী  সরকারি কলেজ শ্রীবরদী, শেরপুর।

Loading

error: Content is protected !!