হোম » Uncategorized » ইউনিয়নের আইনশৃংখলা রক্ষা,  সমস্যা দ্রুত সমাধানে বিট পুলিশিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে চেয়ারম্যানঃ সবুজ সরকার

ইউনিয়নের আইনশৃংখলা রক্ষা,  সমস্যা দ্রুত সমাধানে বিট পুলিশিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে চেয়ারম্যানঃ সবুজ সরকার

এম. এ রাশেদ, বগুড়া জেলা প্রতিনিধিঃশনিবার সকাল ১০ টায় বগুড়া সদর উপজেলার গোকুল ইউনিয়ন পরিষদে বগুড়া জেলা পুলিশেরর  আয়োজনে গোকুল ইউনিয়ন ১৫ নং বিট পুলিশিং এর উদ্যোগে নারী শিশু ধর্ষন প্রতিরোধে সুধিজনদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। গোকুল ইউনিয়নে দ্বায়িত্বপ্রাপ্ত বিট অফিসার বগুড়া সদর থানার এস আই বেদার উদ্দিন  এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির  বক্তব্য রাখেন গোকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সওকাদুল ইসলাম সরকার সবুজ।

 

তিনি বলেন, নারী শিশু ধর্ষণ ও নির্যাতন রোধে, বাল্যবিবাহ, নারীর প্রতি সহিংসতা রোধে পুলিশের পাশাপাশি ইউনিয়নের সকল স্তরের জনধারণকে সহযোগীতা করতে হবে, সেই সাথে এই ইউনিয়নের আইনশৃংখলা রক্ষা ও সমস্যার দ্রুত সমাধানে বিট পুলিশিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে তিনি মন্তব্য করেন।অন্যানের মধ্য বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক ও ইউপি সদস্য আলী রেজা তোতন,প্যানেল চেয়ারম্যান মোঃ জাকির হোসেন,সংরক্ষিত মহিলা সদস্য হাজেরা বেগম,ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারন সম্পাদক ও বিশিষ্ঠ পরিবহন ব্যবসায়ী জিয়াউর রহমান জিয়া, সদর থানার এএসআই আব্দুস সালাম,

 

ইউপি সদস্য ছালামত আলী,হবিবর রহমান,আইয়ুব খান,সাজেদুল ইসলাম সুজন,এমদাদুল হক দুলাল,রফিকুল ইসলাম সাজু,নজমল হক মজো,সংরক্ষিত মহিলা সদস্য তহমিনা বেগম,রুমি বেগম,সদর উপজেলা কৃষকলীগ নেতা আরিফ খাঁন,সাইফুল ইসলাম,আব্দুল জলিল, ইদ্রিস আলী, মহাস্থান প্রেস ক্লাবের সহ-সভাপতি সৈয়দ আব্দুর রহিম সাজু,সাধারন সম্পাদক এস আই সুমন,যুগ্ন সাধারন সম্পাদক ওবায়দুর রহমান,তথ্য ও সাহিত্য সম্পাদক সোহাগ মাহবুব,সদস্য আমিনুল ইসলাম রতন,আব্দুল বারী, ইউপি সচিব আজমল হোসেন দুলাল,উদ্যোক্তা মিসফাকুর রহমান উজ্জল,আছিয়া খাতুন,অফিস সহকারী সাইফুল ইসলাম সহ রাজনৈতিক নেতৃবৃন্দ,শিক্ষক/শিক্ষীকা,ক্বাজী,বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষার্থী সহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ সমাবেশে উপস্থিত ছিলেন।

error: Content is protected !!