হোম » আজকের এই দিনে » ৮ আগস্ট: ইতিহাসে আজকের এই দিনে

৮ আগস্ট: ইতিহাসে আজকের এই দিনে

আওয়াজ অনলাইন : আজ ৮ আগস্ট ২০২১, রবিবার। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২২০তম (অধিবর্ষে ২২১তম) দিন। বছর শেষ হতে আরো ১৪৫ দিন বাকি রয়েছে।

এক নজরে দেখে নিন, ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলী:
১৫৪৯ – সালে ফ্রান্স ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
১৮১৫ – সালে নেপোলিয়ন বোনাপার্ট সেন্ট হেলেনের উদ্দেশে যাত্রা শুরু করেন।
১৮৬৪ – সালে জেনেভায় রেডক্রস গঠিত হয়।
১৮৬৪ – সালে আন্তর্জাতিক রেডক্রস যুদ্ধকালে আক্রান্ত না হওয়ার অধিকার পায়।
১৯৪৯ – সালে ইকুয়েডরে প্রবল ভূ-কম্পনে দশ হাজার লোক মৃত্যুবরণ করে।
১৯৫৫ – সালে জেনিভায় পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে ৭২টি দেশের ১২০০ বিজ্ঞানীর এক আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়।
১৯৬৭ – সালে দক্ষিণ এশীয় জাতিসমূহের সংস্থা আশিয়ান প্রতিষ্ঠিত হয়।
১৯৮৮- দক্ষিণ আফ্রিকা, কিউবা ও অ্যাঙ্গোলায় যুদ্ধবিরতি ঘোষিত হয়।

জন্ম-
১৮৭৫ – জার্মান দার্শনিক এর্নস্ট ব্লখ।
১৮৯২ – ইংরেজ লেখক রিচার্ড অলডিংটন।
১৯০৯ – কবি বিষ্ণু দে’র।
১৯১৪ – জ্যোতি বসু, বিশিষ্ট ভারতীয় বাঙালি কমিউনিস্ট নেতা, পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী।
১৯৩০ – বেগম ফজিলাতুন্নেসা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রী ও বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাতা।
১৯৩৩ – ইংরেজ ঔপন্যাসিক অ্যানথোনি হোপ।
১৯৩৯ – মার্কিন ধনকুবের ডেভিড রকফেলার।
১৯৪৯ – ইয়েদুগুরি সন্দিন্তি রাজশেখর রেড্ডি, ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী।
১৯৭২ – সৌরভ গঙ্গোপাধ্যায়, বিশিষ্ট ভারতীয় ক্রিকেটার তথা ভারতের জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক।
১৯৮১ – আনাস্তাসিয়া মিসকিনা, রুশ টেনিস খেলোয়াড়।

মৃত্যু-
১৮২২ – ইংরেজ কবি পার্সি বিসি শেল।
১৮৫৫ – মেরু অভিযাত্রী স্যার উইলিয়াম এডওয়ার্ড পিয়ারি।
১৮৭৭ – বাংলা সংবাদপত্র জগতের অন্যতম পুরোধা জন ক্লার্ক মার্শম্যান।
১৯৯৪ – উত্তর কোরিয়ার সাবেক নেতা ও সেদেশের কমিউনিস্ট পার্টির মহাসচিব কিম ইয়েল সুং।
১৯৯৭ – আবু সাদাত মোহাম্মদ সায়েম, বাংলাদেশের ষষ্ঠ রাষ্ট্রপতি।
/ এইচ.

error: Content is protected !!