হোম » খেলা » ক্যান্সারের কাছে হেরে গেলেন কিংবদন্তি পেসার হিথ স্ট্রিক

ক্যান্সারের কাছে হেরে গেলেন কিংবদন্তি পেসার হিথ স্ট্রিক

আওয়াজ অনলাইন: বিশ্ব ক্রিকেটকে স্তব্ধ করে চলে গেলের জিম্বাবুয়ের কিংবদন্তি পেসার হিথ স্ট্রিক। ৪৯ বছর বয়সে ক্যান্সারের কাছে হার মানলেন বাংলাদেশের সাবেক এই পেস বোলিং কোচ।

বহুদিন ধরেই ক্যান্সারের সাথে যুদ্ধ চলছিল তার। তবে চলতি বছরের শুরুতেই জানা যায় তার সংগ্রামে কথা। শেষ পর্যন্ত এই যুদ্ধে আর পেরে ওঠেননি তিনি।

মঙ্গলবার (২২ আগস্ট) ক্যান্সারের কাছে হার মেনে ৪৯ বছরেই পৃথিবী ছাড়লেন হিথ স্ট্রিক।

জিম্বাবুয়ের সর্বকালের সেরা খেরোয়াড়দের একজন ছিলেন হিথ স্ট্রিক। দেশের হয়ে প্রথম খেলোয়াড় হিসেবে ১শ’ উইকেট শিকার করেছিলেন হিথ। জিম্বাবুয়ের হয়ে টেস্টে ২শ’ উইকেট নেয়া একমাত্র বোলার তিনি।

১৯৯৩ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অভিষেক হয় স্ট্রিকের। জিম্বাবুয়ের জার্সিতে ১৮৯টি ওয়ানডে ও ৬৫টি টেস্ট খেলেছেন তিনি। টেস্টে ১৯৯০ রান ও ২১৬টি উইকেট রয়েছে এই অলরাউন্ডারের। একদিনের ক্রিকেটে ২৯৪৩ রান ও ২৩৯টি উইকেট নিয়েছেন তিনি।

দেশকে ২১টি টেস্ট ও ৬৮টি ওয়ানডে ম্যাচে নেতৃত্বও দিয়েছেন স্ট্রিক। ২০০৫ সালে জিম্বাবুয়ের জার্সিতে শেষ ম্যাচ খেলেন তিনি।

খেলোয়াড়ি জীবন থেকে অবসরে যাওয়ার পর কোচিংয়েও আলো ছড়ান এই পেসারা। লম্বা সময় ধরে বাংলাদেশের পেস বোলিংয়ের দায়িত্বে ছিলেন হিথ স্ট্রিক। তাসকিন-মুস্তাফিজদের আজকের খ্যাতির পেছনে দারুণ ভূমিকা আছে তার।

Loading

error: Content is protected !!