হোম » খেলা » রোনালদোর গোলে ফাইনালে আল নাসের

রোনালদোর গোলে ফাইনালে আল নাসের

আওয়াজ অনলাইন: আরব ক্লাব কাপে ক্রিশ্চিয়ানো রোনালদোর একমাত্র গোলে আল শোরতাকে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে আল নাসের।

প্রিন্স আব্দুল আজিজ স্টেডিয়ামে সেমিফইনালের ম্যাচটিতে শুরু থেকেই দাপট ছিল আল নাসেরের। একের পর এক সুযোগ তৈরি করে গোলমুখে বেশকিছু শর্ট করে দলটি।

তবে প্রতিপক্ষের গোলরক্ষক ও রক্ষণ দেয়ালের দৃঢ়তায় গোল পেতে দ্বিতীয়ার্ধ্ব পর্যন্ত অপেক্ষা করতে হয় আল নাসেরের।

৭৫ মিনিটে পেনালিন্ট পায় তারা। স্পটকিক থেকে লক্ষ্যভেদ করতে কোনো ভুল করেননি দলের সেরা তারকা রোনালদো।

শেষ পর্যন্ত এই লিড ধরে রেখেই ফাইনাল নিশ্চিত করে আল নাসের।

অপর সেমিফাইনালের ম্যাচে আল-হিলাল ৩-১ গোলে হারিয়েছে স্বদেশি ক্লাব আল-শাবাবকে। ফাইনালে আল-হিলাল প্রতিপক্ষ হিসেবে পাবে রোনালদোর আল-নাসরকে।

Loading

error: Content is protected !!