হোম » খেলা » টানা দুই ম্যাচ হারের পর জয়ে ফিরলো ভারত

টানা দুই ম্যাচ হারের পর জয়ে ফিরলো ভারত

আওয়াজ অনলাইন: পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে টানা দুই ম্যাচ হারার পর তৃতীয়টিতে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারিয়ে ২-১ এ ব্যবধান কমালো ভারত। 

প্রোভিডেন্সে টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৫৯ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন ওপেনার ব্র্যান্ডন কিং।

এছাড়া অপরাজিত ৪০ রান আসে অধিনায়ক রোভমান পাওয়েলের ব্যাট থেকে। ১৯ বলে ৩ ছক্কা ও একটি চারে অপরাজিত ৪০ রানের ইনিংস খেলেন তিনি।

২৮ রানে ৩ উইকেট নিয়ে ভারতের সফলতম বোলার কুলদিপ ইয়াদাভ।

জবাবে সূর্য্য কুমার জাদবের ঝড়ো হাফ সেঞ্চুরিতে সহজ জয় পায় ভারত। ৪৪ বলে ১০ চার ও ৪ ছক্কায় ৮৩ রান করেন জাদব। এছাড়া ৩৭ বলে অপরাজিত ৪৯ রান করেন তিলক ভর্মা।

ভারপ্রাপ্ত অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে নিয়ে বাকিটা সারেন তিলক। ছক্কায় ম্যাচের ইতি টেনে ১৫ বলে ২০ রানে অপরাজিত থাকেন পান্ডিয়া।

৩ উইকেটে ১৬৪ রান তুলে জয়ের বন্ধরে পৌঁছে ভারত। স্বাগতিকদের অনায়াসে হারিয়ে সিরিজে টিকে রইল পান্ডিয়ারা।

ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন সূর্য্য কুমার জাদব।

 আগামী শনিবার ফ্লোরিডায় হবে চতুর্থ ম্যাচ।

Loading

error: Content is protected !!