হোম » খেলা » ইতালিকে হারিয়ে যুব বিশ্বকাপে চ্যাম্পিয়ন উরুগুয়ে

ইতালিকে হারিয়ে যুব বিশ্বকাপে চ্যাম্পিয়ন উরুগুয়ে

আওয়াজ অনলাইন: ব্রাজিল-আর্জেন্টিনার বিদায়ে অনেকটাই রঙ হারিয়েছে অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপ। প্রথমবারের মতো ফাইনালে ওঠা ইতালিকে উড়িয়ে অবশেষে যুব বিশ্বকাপের শিরোপা নিজেদের করে নিল লাতিন আমেরিকার দেশ উরুগুয়ে। এর আগে দুইবার ফাইনালে উঠলেও শিরোপা জেতা হয়নি উরুগুয়ের।

রোববার (১১ জুন) দিনগত রাতে শিরোপা নির্ধারণী ম্যাচে আর্জেন্টিনার দিয়াগো আর্মান্দো মারাদোনা স্টেডিয়ামে ১-০ গোলে জিতে শেষ হাসি হাসে উরুগুয়ে। যদিও কাজটা সহজ ছিল না তাদের জন্য। ম্যাচের অন্তিম মুহূর্তে দলটির হয়ে জয়সূচক গোলটি করেন লুসিয়ানো রদ্রিগেজ।

ম্যাচের শুরু থেকে একের পর এক আক্রমণ করলেও প্রথমার্ধে গোলশূন্য থেকেই বিরতিতে যেতে হয় দুদলকে। এরপর দ্বিতীয়ার্ধেও একই অবস্থা। কোনোভাবেই কাঙ্খিত গোলের দেখা পাচ্ছিল না উরুগুয়ে কিংবা ইতালির কেউই। একটা সময় মনে হচ্ছিল ম্যাচ গড়াতে যাচ্ছে অতিরিক্ত সময়ে। তবে একেবারে অন্তিম মুহূর্তে দলকে সাফল্য এনে দেন রদ্রিগেজ।

ম্যাচের ৮৬তম মিনিটে কর্নার থেকে দুর্দান্ত হেডে বল জালে জড়ান রদ্রিগেজ। বাকি সময়ে আর সমতায় ফিরতে না পারায় শেষমেশ ১-০ গোলের জয় নিয়েই প্রথমবারের মতো যুব বিশ্বকাপের শিরোপা জয়ের স্বাদ পায় উরুগুয়ে।

ইতালির পোস্টে ১৫টি শট নিয়েছে উরুগুয়ের ফুটবলাররা। যেখানে লক্ষ্যে ছিল চারটি। অপরদিকে পুরো ম্যাচে ইতালির ফুটবলাররা মাত্র তিন শট নিতে পেরেছে প্রতিপক্ষের পোস্টে। যার একটিও অন টার্গেট ছিল না।

এর আগে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলবধ করে সেমিফাইনালে জায়গা করে নেওয়া ইসরায়েলকে ১-০ গোলে হারিয়ে তৃতীয়বারের মতো ফাইনালে উঠে আসে উরুগুয়ে। আসরের সর্বোচ্চ গোলদাতা অ্যান্ডারসন দুয়ার্তেও উরুগুয়ের খেলোয়াড়।

এবারের টুর্নামেন্টটি আয়োজন করার কথা ছিল ইন্দোনেশিয়ার। কিন্তু দেশটিতে ইসরায়েলিদের অংশগ্রহণের প্রতিবাদ শুরু হওয়ায় শেষ মুহূর্তে সেখান থেকে টুর্নামেন্টটি প্রত্যাহার করে আর্জেন্টিনায় নিয়ে যায় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

Loading

error: Content is protected !!