হোম » খেলা » হাতীবান্ধায় শিশু-কিশোর ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

হাতীবান্ধায় শিশু-কিশোর ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

মিজানুর রহমান: প্রত্যন্ত অঞ্চলের শিশু-কিশোরদের খেলায় উৎসাহী করে তুলতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউনিসেফের পারস্পরিক সহযোগিতায় শিশু-কিশোর ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বুধবার (১৭ মে) সকাল ১০ ঘটিকায় উপজেলার পশ্চিম বেজগ্রাম, টংভাঙ্গা ইউনিয়েন ৭নং ওয়ার্ড এর মাঠে ভলিবল খেলার শুভ উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার নাজির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টংভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম হোসেন, পশ্চিম বেজগ্রাম দাখিল মাদ্রাসার সুপার আব্দুর রহিম, লালমনিরহাট (সিএম) এর জেলা প্রতিনিধি ছলায়মান হক,
উক্ত শিশু-কিশোর ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা ক্রীড়া অফিসার আসাদুজ্জামান।
জেলা ক্রিড়া সংস্থা এথলেটিক্স এর উপ কমিটির সাধারণ সম্পাদক আবু সায়েম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Loading

error: Content is protected !!