হোম » খেলা » তিন বছর পর লা লিগার শিরোপা জিতলো বার্সেলোনা

তিন বছর পর লা লিগার শিরোপা জিতলো বার্সেলোনা

আওয়াজ অনলাইন: এস্পানিওলকে ৪-২ গোলে হারিয়ে তিন বছর পর লা লিগার শিরোপা জিতলো বার্সেলোনা। কোচ জাভি হার্নান্দেজের হাত ধরে চার ম্যাচ বাকি থাকতেই শিরোপা পুনরুদ্ধার করলো কাতালানরা।

রোববার রাতে এস্পানিওলের মাঠে ম্যাচের ১১ মিনিটে লেভানডোভস্কির গোলে এগিয়ে যায় বার্সেলোনা। এই গোলের ৯ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন বালদে।

এরপর ৪০ মিনিটে লেভানডোভস্কির দ্বিতীয় গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় কাতালানরা।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৩ মিনিটে কুন্দের গোলে ৪-০তে লিড পায় হার্নান্দেজের শিষ্যরা।

এরপর দুই গোল দিয়ে ব্যবধান কমায় এস্পানিওল, তবে শেষ রক্ষা হয়নি। ম্যাচের ৭৩ মিনিটে পুয়াদো, আর যোগকরা সময়ের একেবারে শেষ সময়ে হোসেলু বার্সার জালে পাঠায় বল।

এর পরপরই বাজে শেষের বাঁশি। কোচ ও বেঞ্চের খেলোয়াড়রা দৌড়ে যান মাঠে। শুরু হয় বার্সেলোনার শিরোপা উৎসব।

প্রসঙ্গত, ১৯৪৮-৪৯ মৌসুমে আসরের শেষ দিনে এস্পানিওলকে ২-১ গোলে হারিয়ে চতুর্থ লিগ শিরোপা জিতেছিল বার্সেলোনা। সেই দলকে হারিয়ে এবার ২৭তম বারের মতো লা লিগা চ্যাম্পিয়ন হলো কাতালানরা।

Loading

error: Content is protected !!