হোম » খেলা » ফের বিতর্কে কোহলি, ঝামেলায় জড়ালেন গম্ভীরের সঙ্গে

ফের বিতর্কে কোহলি, ঝামেলায় জড়ালেন গম্ভীরের সঙ্গে

আওয়াজ অনলাইন: হাত উঁচিয়ে এগিয়ে যাচ্ছেন বিরাট কোহলি। বেশ রাগের সঙ্গে সম্ভবত গৌতম গম্ভীরকে ডাকছেন। প্রাথমিকভাবে আসেননি লখনৌ সুপার জায়ান্টসের হেড কোচ। কিছুক্ষণ পর মুখোমুখি হয়ে দুজনকে বিবাদে জড়াতে দেখা গেছে। এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। নেটিজেনদের একাংশের দাবি, গম্ভীর অনেক সিনিয়র হওয়া সত্ত্বেও চরম ঔদ্ধত্যের সঙ্গে ডাকছিলেন বিরাট। সেজন্য গম্ভীর রেগে গিয়েছিলেন।

গতকাল সোমবার (১ মে) লখনৌর একানা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে নয় উইকেটে ১২৬ রান তোলে আরসিবি। বোলিংয়ে নেমে শুরু থেকেই আগ্রাসী আচরণ করতে থাকেন কোহলি। ম্যাচের মধ্যেই নবীন-উল-হকের সঙ্গে কিছুটা ঝামেলা হয় কোহলির। যে রেশ গড়ায় ম্যাচের শেষেও। ম্যাচের শেষে নবীনের সঙ্গে বিরাটকে হাত মেলাতে দেখা যায়। তারপরই দুজনের মধ্যে কিছু কথা বলতে দেখা যায়। শেষে বিরাটের হাত ছেড়ে দেন নবীন। দুই দলের খেলোয়াড়রা তাদের সরিয়ে নিয়ে যান।

এরপর লখনৌ তারকা কাইল মায়ার্সের সঙ্গেও কথা বলতে থাকেন বিরাট। দুজনে হাঁটতে-হাঁটতেই কথা বলছিলেন। সেইসময় গম্ভীর চলে আসেন। মায়ার্সের হাত ধরে সরিয়ে নিয়ে যান লখনৌ হেড কোচ। সেইসময় গম্ভীরকে কিছু একটা বলতে দেখা যায়। তবে কোহলির উদ্দেশে কিছু বলেছিলেন কি না, তা অবশ্য স্পষ্ট নয়। প্রাথমিকভাবে গম্ভীর এবং কোহলির কোনও কথা কাটাকাটিও হয়নি। বিরাট যেদিকে হাঁটছিলেন, তিনি সেদিকে চলে যান। গম্ভীররা উল্টোদিকে চলে যান। কিন্তু তারপরই শুরু হয় ঝামেলা।

ভাইরাল হওয়া ভিডিওত দেখা, গম্ভীর আচমকা ফিরে তাকান। সম্ভবত তাকে কিছু বলা হয়েছিল। জবাবে তিনিও উত্তেজিতভাবে কিছু বলতে থাকেন। লখনৌ অধিনায়ক কেএল রাহুল, কৃষ্ণাপ্পা গৌতমরা হেড কোচকে আটকানোর চেষ্টা করলেও কোনও লাভ হয়নি। বিরাটের দিকে তেড়ে যান গম্ভীর। পালটা তেড়ে আসেন বিরাটও।

একেবারে মুখোমুখি হয়ে দুজনকে উত্তেজিতভাবে কথা বলতে দেখা যায়। কী বলছিলেন তাঁরা, তা স্বভাবতই বোঝা যায়নি। বিরাটকে দেখে মনে হচ্ছিল যে তিনি কিছু বোঝানোর চেষ্টা করছেন। সম্ভবত আত্মপক্ষ সমর্থনে কিছু বলছেন। পালটা গম্ভীর কিছু প্রশ্ন ছুড়ছেন এবং নিজের অবস্থান সঠিক বলে জানাচ্ছেন।

পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে দেখে সেখানে এসে উপস্থিত হন দুই দলের বাকি ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা। কোহলি ও গম্ভীর দুজনেই দিল্লির। লখনৌর স্পিনার অমিত মিশরা ও সহকারী কোচ বিজয় দাহিয়াও দিল্লির হয়ে খেলছেন। সেই কারণে তারা কোহলি, গম্ভীরকে ভালোভাবে চেনেন। তারাই বেশি উদ্যোগী হয়ে দুজনকে আলাদা করেন। কোহলিকে সরিয়ে নিয়ে যান আরসিবির অধিনায়ক ফাফ ডু প্লেসি।

এর আগে আইপিএলের চলতি আসরে সৌরভ গাঙ্গুলির সঙ্গেও কোহলির আচরণ নিয়ে হয় তুমুল সমালোচনা। সে সময় অবশ্য তাদের মধ্যে কোনো উত্তপ্ত বাক্য বিনিময় হয়নি। ম্যাচ শেষে হাত মেলানোর সময় একজন আরেকজনকে এড়িয়ে গেছেন।

Loading

error: Content is protected !!