হোম » খেলা » জয়পুরহাটে  স্কুল মিল্ক  ফিডিং অনুষ্ঠিত 

জয়পুরহাটে  স্কুল মিল্ক  ফিডিং অনুষ্ঠিত 

রাকিবুল হাসান রাকিব: স্মার্ট লাইভ স্টক, স্মার্ট বাংলাদেশ-এ প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে স্কুল মিল্ক ফিডিং অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে সোমবার সকালে জয়পুরহাট কালেক্টরেট সরকারি প্রাথমিক বিদ্যালয় ও  কালেক্টরেট বালিকা বিদ্যা নিকেতন মাঠে এ স্কুল মিল্ক ফিডিং অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মাহফুজার রহমান,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল কালাম আজাদ,জেলা প্রাণিসম্পদ প্রশিক্ষণ কর্মকর্তা ডা. খুরশিদ আলম,জেলা প্রাণিসম্পদ ভেটেরিনারি  কর্মকর্তা ডা. রুস্তম আলী,সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জিয়াউর রহমান, আক্কেলপুর  উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: রাশেদুল ইসলাম, জয়পুরহাট কালেক্টরেট বালিকা বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক মাহবুবুল আলমসহ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, দুধ একটি আদর্শ পুষ্টিকর খাদ্য। তাই সবাইকে সুস্থ থাকতে প্রতিদিন দুধ পান করা  উচিত। দুধ পান করলে শরীরের পুষ্টির চাহিদা অনেকটা পূরণ হয়।
অনুষ্ঠানের ২য় পর্বে জয়পুরহাট কালেক্টরেট সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কালেক্টরেট বালিকা বিদ্যা নিকেতন স্কুলের প্রায় ৬ শতাধিক শিক্ষার্থীদের মাঝে তরল প্যাকেটজাত দুধ বিতরণ করা হয়।

Loading

error: Content is protected !!