হোম » খেলা » জয় বা পরাজয় নয়, ব্রাজিলের লক্ষ্য ছিল নিজেদের বেঞ্চ শক্তি বাজিয়ে দেখার

জয় বা পরাজয় নয়, ব্রাজিলের লক্ষ্য ছিল নিজেদের বেঞ্চ শক্তি বাজিয়ে দেখার

ব্রাজিলের বিপক্ষে গোল করা তৃতীয় আফ্রিকান খেলোয়াড় ক্যামেরুনের ভিনসেন্ট আবুবকরছবি: এএফপি

ডেস্ক রিপোর্ট: ক্যামেরুনের বিপক্ষে জয় বা পরাজয় নয়, ব্রাজিলের জন্য এই ম্যাচ ছিল নিজেদের সাইট বেঞ্চের শক্তি বাজিয়ে দেখার। তাই ব্রাজিল কোচ তিতে শুরুর একাদশে রীতিমতো ‘পাইকারি পরিবর্তনে’র পথে হেটেছেন। আগের ম্যাচ থেকে বদল আনেন ৯টি। ৩৯ বছর বয়সী দানি আলভেজকে নেতৃত্ব দিয়ে মাঠে নামিয়ে দেন ৬ দশকের মধ্যে সবচেয়ে কমবয়সী আক্রমণভাগ। আগেই শেষ ষোলো নিশ্চিত হয়ে যাওয়ায় কিছু খেলোয়াড়ের বিশ্রামও দরকার ছিল।

তবে তারুণ্যনির্ভর দলটি ক্যামেরুনের দেয়াল ভাঙতে পারেনি। উল্টো ৯১ মিনিটে গোল হজম করে ১-০ ব্যবধানে হেরে গেছে। বিশ্বকাপ ইতিহাসে এই প্রথম কোনো আফ্রিকান দলের কাছে হারল ব্রাজিল।

এই হারের পরও অবশ্য ‘জি’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েই শেষ ষোলোয় উঠেছে ব্রাজিল। আর প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছে ক্যামেরুন। সোমবার নকআউট পর্বের ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া।

লুসাইল স্টেডিয়ামের ম্যাচটিতে নেইমার-রিচার্লিসনবিহীন আক্রমণভাগের দায়িত্বে ছিলেন রদ্রিগো, আন্তনি, গ্যাব্রিয়েল জেসুস ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লিরা। ১৯৫৮ বিশ্বকাপের পর এটিই ব্রাজিলের সর্বকনিষ্ঠ আক্রমণভাগ।

###SSS

error: Content is protected !!