হোম » খেলা » সোনার বুট ও গ্লাভসের দৌড়ে কে এগিয়ে?

সোনার বুট ও গ্লাভসের দৌড়ে কে এগিয়ে?

ডেস্ক রিপোর্ট: কাতার বিশ্বকাপটাই অঘটনের। নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনা ও জার্মানি দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে হেরে যায়। যে কারণে শঙ্কা তৈরি হয় দ্বিতীয় রাউন্ডে খেলা নিয়ে।

আবার তারকা খেলোয়াড়দের মধ্যে ব্রাজিলের স্ট্রাইকার নেইমার প্রথম ম্যাচে চোট পাওয়ায় এক ম্যাচ খেলেই ছিটকে পড়েছেন। নেইমার কবে মাঠে নামতে পারবেন সেটি কেউ বলতে পারছেন না।

এরপরও কাতার বিশ্বকাপের জৌলুস কমেনি। তুমুল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এদিকে দর্শকদের নজর গোল্ডেন বুট ও গোল্ডেন গ্লাভসের দিকে। এখন পর্যন্ত কে এগিয়ে এই দৌড়ে?

বিশ্বকাপে যে খেলোয়ার সব থেকে বেশি গোল করে, তাকে দেওয়া হয় সোনার বুট। সেই পুরস্কারের দৌঁড়ে রয়েছেন অনেকেই। যে গোলরক্ষক সবচেয়ে বেশি গোল বাঁচান, তাকে দেওয়া হয় সোনার গ্লাভস পান।

বুটের দৌড়ে এখনো পর্যন্ত এগিয়ে এমবাপ্পে ও ভ্যালেন্সিয়া। এই বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে বেশি গোল করেছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে ও ইকুয়েডরের এন্নের ভ্যালেন্সিয়া। দুজনেই তিনটি করে গোল করেছেন।

দুটি করে গোল করেছেন অনেক খেলোয়াড়। সেই তালিকায় রয়েছেন লিওনেল মেসি (আর্জেন্টিনা), বুকায়ো সাকা (ইংল্যান্ড), ফেরান টরেস (স্পেন), মেহদি তারেমি (ইরান), অলিভিয়ের জিরু (ফ্রান্স), রিচার্লিসন (ব্রাজিল), কডি গাকপো (নেদারল্যান্ডস) এবং আন্দ্রেজ ক্রামারিক (ক্রোয়েশিয়া)।

বিশ্বকাপে যে গোলরক্ষক সবচেয়ে বেশি গোল বাঁচান তিনি সোনার গ্লাভস পান। সেই তালিকায় এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন ভঞ্জ মিলিঙ্কোভিচ-স্যাভিচ। সার্বিয়ার গোলরক্ষক ১২টি গোল বাঁচিয়েছেন। সুইজ়ারল্যান্ডের গোলরক্ষক ইয়ান সোম ৯টি গোল বাঁচিয়ে দ্বিতীয় স্থানে। ৮টি করে গোল বাঁচিয়েছেন পোল্যান্ডের ওজ়সিয়েচ শেজিনি, জাপানের শুইচি গন্ডা এবং কানাডার মিলান বোরজা। এদের সুযোগ রয়েছে সোনার গ্লাভস পাওয়ার।

গোল্ডেন বল ও বুটের হিসাব এখনই চুকানো যাবে না। এখনো অনেক খেলা বাকি।

###SSS

error: Content is protected !!