হোম » সারাদেশ » গোবিন্দগঞ্জে কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

গোবিন্দগঞ্জে কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

গোবিন্দগঞ্জ(গাইবান্ধা) থেকে আঃ খালেক মন্ডলঃ  গাইবান্ধার গোবিন্দগঞ্জে ২০২৩-২৪ অর্থ বছরে খরিপ-১ ও ২০২৪-২৫ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার (১লা মে) দুপুরে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে এসব বীজ ও সার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ।

এসময় অনুষ্ঠানে থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ, উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা যুবলীগের সভাপতি তাহেদুল ইসলাম রকেটসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলার ১৭ টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৩ হাজার ৫ শত ৭০ জন কৃষকদের মধ্যে উফশী আউশ আবাদের লক্ষ্যে জনপ্রতি ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএমপি সার, ১০ কেজি এমওপি সার, ১ কেজি পেয়াজ বীজ, ২০ কেজি ডিএপি সার, ২০ কেজি এমওপি সার ও ১ কেজি পাট বীজ বিতরণ করা হয়।

error: Content is protected !!