হোম » খেলা » আবারও টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান

আবারও টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান

ডেস্ক রিপোর্ট: আবারও অলরাউন্ডার সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক হয়েছেন। সহ অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস।

আজ (২ জুন) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাধারণ সভা শেষে নতুন টেস্ট অধিনায়ক ও সহ-অধিনায়কের নাম ঘোষণা করেন সভাপতি নাজমুল হাসান পাপন।

সদ্য টেস্ট অধিনায়কের দায়িত্ব থেকে স্বেচ্ছায় সরে যাওয়া মোমিনুল হকের স্থলাভিষিক্ত হয়েছেন সাকিব।

গত মঙ্গলবার সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে আলোচনার পর অধিনায়ক পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্বান্ত নেন মোমিনুল।

এরপরই টেস্ট দলের নতুন অধিনায়ক কে হচ্ছেন, তা নিয়ে আলোচনা শুরু হয়। মোমিনুলের সরে যাবার সিদ্বান্তের ৪৮ ঘন্টা  পার হবার আগেই জাতীয় দলের টেস্ট ফরম্যাটের অধিনায়ক হিসেবে সাকিবের নাম ঘোষনা করে বিসিবি।

নাজমুল বলেন, ‘বোর্ডে তিনজনের নাম এসেছিল। এর মধ্যে থেকে একজনকে বেছে নেওয়া হয়েছে। প্রথমে আমাদের সিদ্ধান্ত হয়, এবার অধিনায়কের সাথে একজন সহ-অধিনায়ক আমরা যোগ করবো। ঐটা নিয়েই প্রথমে সিদ্ধান্ত হয় আমাদের। তারপর আসে, অধিনায়ক তাহলে কে হবে? আমরা আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি, সাকিব আল হাসান টেস্ট অধিনায়ক আর লিটন দাস সহ-অধিনায়ক।’

এই নিয়ে তৃতীয়বার টেস্ট অধিনায়ক হলেন সাকিব। এর আগে ২০০৯ ও ২০১৭ সালে টেস্ট দলের অধিনায়কত্ব   করেছেন  এই অলরাউন্ডার।

SSS###

error: Content is protected !!