হোম » খেলা » মধ্য সিংবাহুড়া ইয়াং স্টার কতৃক আয়োজিত শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মধ্য সিংবাহুড়া ইয়াং স্টার কতৃক আয়োজিত শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বর্তমান প্রজন্ম সামাজিক অবক্ষয়ের হাত থেকে রক্ষা করা ও মাদক মুক্ত সমাজ গঠনে “মধ্য সিংবাহুড়া ইয়াং স্টার” কতৃক আয়োজিত শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে নোয়াখালী জেলার চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের সিংবাহুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সেভেন ইয়াং বনাম লায়ন স্টার মধ্যকার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে নির্ধারিত সময়ে কোন দলই গোল করতে না পারায় ট্রাইবেকারে খেলা নিষ্পত্তি হয়। খেলায় লায়ন স্টার চ্যাম্পিয়ন হন।খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক, উদীয়মান তরুণ ব্যবসায়ী ও সাবেক ছাত্র নেতা জহীরুল ইসলাম জহীর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা প্রেস ক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মনির হোসেন সোহেল, সমাজসেবক মোঃ জাকারিয়া, মোঃ স্বপন ও মোহাম্মদ নাসির উদ্দিন প্রমূখ। খেলা শেষে আমন্ত্রিত অতিথিরা বিজয়ী দলের হাতে পুরষ্কার তুলে দেন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিজয়ী দলের মোঃ সাগর।

মোঃ মনির হোসেন সোহেল
চাটখিল প্রতিনিধিঃ

Loading

error: Content is protected !!