হোম » ধর্ম » রৌমারীতে  মসজিদ ভিত্তিক শিক্ষকদের  প্রশিক্ষণ অনুষ্ঠিত 

রৌমারীতে  মসজিদ ভিত্তিক শিক্ষকদের  প্রশিক্ষণ অনুষ্ঠিত 

কুড়িগ্রাম প্রতিনিধি : রৌমারী উপজেলা মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা স্কুলের  ৫২জন শিক্ষক ও ১৩ জন শিক্ষিকাকে নিয়ে বিষয় ভিত্তিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরের দিকে  ইসলামী ফাউন্ডেশন রৌমারী উপজেলার আয়োজনে ভূইয়াবড়ী জামে মসজিদে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান মাহমুদা আক্তার স্মৃতি, কুড়িগ্রাম জেলা ফিল্ড অফিসার মো. মাসুদ রানা, মাষ্টার ট্রেইনার মো. মশিউর রহমান, রৌমারী উপজেলা ফিল্ড অফিসার  আসাদুজ্জামান, রৌমারী মডেল কেয়ার ট্রেকার মজিবুর রহমান, সাংবাদিক মাসুদ রানা, সাইফুল ইসলামসহ আরো অনেকেই।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মসজিদ ভিত্তিক শিশুদেরকে সঠিক ভাবে পাঠদান, শিক্ষা নীতিমালাকে অনুসরন করা, শিশুদের শিক্ষা কলাকৌশল শিক্ষানোসহ ও বঙ্গবন্ধুর আদর্শ বিষয়ে গুরত্ব দেওয়ার আহব্বান জানান। পরে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  বিদায়ী আত্মার মাগফিরাত কামনার জন্য দোয়া করেন।  অনুষ্ঠানটি সঞ্চলনা করেন কেয়ার টেকার মজিবুর রহমান।
error: Content is protected !!