হোম » ধর্ম » বিশিষ্ট শিল্পপতি ইদ্রিস মিয়ার মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল

বিশিষ্ট শিল্পপতি ইদ্রিস মিয়ার মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল

মোঃ শরিফ উদ্দিন: শেরপুরের স্বনামধন্য ইদ্রিস গ্রুপ অব কোম্পানীজ লিঃ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বৃহত্তর ময়মনসিংহের কিংবদন্তী ব্যবসায়ী, বিশিষ্ট শিল্পপতি মরহুম আলহাজ্ব ইদ্রিস মিয়ার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ।

এ উপলক্ষে আজ দুপুরে দৈনিক নতুনযুগ পরিবার ও শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: মেরাজ উদ্দিনের পক্ষ থেকে উত্তর গৌরিপুর দারুল কোরআন আদর্শ হিফজ মাদরাসায় কোরআনখানী ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এসময় মরহুম আলহাজ্ব ইদ্রিস মিয়া ৩৯;র জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো:
মেরাজ উদ্দিন।

দোয়া পরিচালনা করেন, অত্র মাদরাসার মোহতামিম হাফেজ মো: নুরে আলম। এসময় স্বেচ্ছাসেবী সংগঠন মানব সমাজ উন্নয়ন
পরিকল্পনার জয়েন্ট সেক্রেটারী সাংবাদিক শাহরিয়ার শাকিরসহ মাদরাসার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

মরহুম ইদ্রিস মিয়া নতুনযুগ পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি ছিলেন। এদিকে এ উপলক্ষে ভলান্টিয়ার ফর বাংলাদেশ শেরপুর জেলার তিন দিনব্যপী আয়োজনের ১১ এপ্রিল প্রথম দিনে শ্রীবরদীর গিলাগাছা এলাকায় ১২০টি পরিবার, ঝিনাইগাতীর তামাগাঁও এলাকায় একটি মসজিদে ৭০জন মুসল্লী, ঝিনাইগাতী বাজারের ৭০জন রোজাদার ও স্টেডিয়ামে ৫০জন স্বেচ্ছাসেবীর নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এ আয়োজনে বুধবার নালিতাবাড়ি উপজেলা ও বৃহস্পতিবার নকলা উপজেলায় দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করেছে ভলান্টিয়ার ফর বাংলাদেশ শেরপুর জেলা।

Loading

error: Content is protected !!