খুলনা প্রতিনিধি: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে খুলনা মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত মাসুম (৩৪) মারা গেছেন।
রোববার (১২ জুলাই) ভোর ৪টায় মহানগরের করোনা ডেডিকেটেড হাসপাতালে তিনি মারা যান। মাসুম মহানগরের আইজারমোড় এলাকার শামসুল বারী লালুর ছেলে। তিনি খুলনা সিটি করপোরেশনের স্বাস্থ্যকর্মী ছিলেন।
খুলনা মহানগর যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগর বলেন, মাসুম করোনায় আক্রান্ত হওয়ার পর শনিবার (১১ জুলাই) সন্ধ্যা ৭টায় হাসপাতালে ভর্তি হন। রোববার ভোর ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
আরও পড়ুন
উল্লাপাড়ায় রমজানে বেড়েছে সলপের ঘোলের চাহিদা
সৌদি আরবে বাস দুর্ঘটনায় ২০ ওমরাহ যাত্রী নিহত
মাওয়া-ভাঙ্গা রেলপথ : আগামী সপ্তাহে পরীক্ষামূলকভাবে বিশেষ ট্রেন চালানো হবে