হোম » আইন-আদালত » ডোমারে জুয়ার আসর থেকে ৭ জুয়াড়ী আটক

ডোমারে জুয়ার আসর থেকে ৭ জুয়াড়ী আটক

মোঃরিমন চৌধুরী,ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে শনিবার রাতে জুয়া খেলার অপরাধে সাত জুয়াড়ীকে আটক করে ডোমার থানা পুলিশ।
উপজেলার সদর ইউনিয়নের দোলাপাড়া গ্রামের পাটাকাটা শ্বশান ঘাট মাঠে এসআই আতিকুজ্জামান সঙ্গীয় এএসআই লিটন হোসেন, নির্মল চন্দ্র রায়, মঞ্জুরুল হোসাইন, ফারুক হোসেন ফোর্সসহ গোপন সংবাদের ভিক্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
আটককৃতরা হলেন ডোমার সদর ইউনিয়নের চিকনমাটি দোলাপাড়া গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে তুহিন ইসলাম (২৮), মৃত ফাংগির ছেলে প্রদীপ (৩৫), আব্দুল কাদেরের ছেলে আব্দুল লতিফ (২২),একই গ্রামের কাচারী পাড়ার একরামুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (২৭), স্টেশন পাড়ার মৃত ওসমান গণির ছেলে বাবুল (৪০), পশ্চিম বোড়াগাড়ীর মৃত শফিক চন্দ্র সিংয়ের ছেলে রিপন চন্দ্র সিং (৪৮), পশ্চিম চিকনমাটি চেয়ারম্যান পাড়ার জাহিরুল ইসলামের ছেলে শাহ আলম(২২)।
শনিবার রাতেই ডোমার থানা এসআই আতিকুজ্জামান বাদী হয়ে ১৮৬৭ সালের প্রকাশ্যে জুয়া আইনে ৪ ধারায় তাদের বিরুদ্ধে মামলা করেছে। মামলা নং-০৫
ডোমার থানা ওসি (তদন্ত) বিশ্বদেব রায় জানান,৭ জুয়াড়ীকে রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Loading

error: Content is protected !!