হোম » ধর্ম » পীরগঞ্জে ইশাআ’তুল কুরআন মডেল মাদ্রাসা উদ্বোধন

পীরগঞ্জে ইশাআ’তুল কুরআন মডেল মাদ্রাসা উদ্বোধন

আবু তারেক বাঁধন,পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁও পীরগঞ্জে ইশাআ’তুল কুরআন মডেল মাদ্রাসা’র উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে পৌর শহরের রঘুনাথপুর টিএন্ডটি রোড এলাকায় এ মাদ্রাসা’র উদ্বোধন করা হয়।

এ সময় মাওঃ মুফতি মোজাম্মেল হুসেইন সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, রানীশংকৈল মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা,  মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা আব্দুল খালেক, শিক্ষা সচিব হাফেজ মোঃ আনিসুর রহমান, তত্বাবধায়ক হাফেজ মোঃ আবু হুরাইয়া  ৩ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর সমসের আলি প্রমূখ।

এ মাদ্রাসায় আছে আদর্শ নূরানী বিভাগ, আদর্শ নাজেরা বিভাগ, আদর্শ হিফজুল কুরআন রিভিশন বিভাগে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হবে।

Loading

error: Content is protected !!