হোম » রাজনীতি » কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে বোনের বিপক্ষে ভাইয়ের নির্বাচনী লড়াই

কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে বোনের বিপক্ষে ভাইয়ের নির্বাচনী লড়াই

শাহজাহান সাজু, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর উপজেলা) আসনে এবার সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের দুই ছেলে-মেয়ে।
মেয়ে বর্তমান সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি লড়ছেন নৌকা প্রতীক নিয়ে। আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুর পর পূন-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন তার বোন ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন সৈয়দ আশরাফের বোন ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।
প্রতীক বরাদ্দের পরই নির্বাচনী এলাকায় কর্মী-সমর্থকদের নিয়ে মাঠে নেমেছেন তিনি। ভোটের মাঠে প্রচার-প্রচারণায় তিনি এগিয়ে থাকার চেষ্টা করছেন। তার কর্মী-সমর্থকরাও কাজ করে যাচ্ছেন। আপরদিকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে ঈগল প্রতীক নিয়ে মাঠে নেমেছেন সৈয়দ নজরুল ইসলামের আরেক সন্তান মেজর জেনারেল (অব:) সৈয়দ শাফায়েতুল ইসলাম। তার চাচাতো ভাই সৈয়দ আশফাকুল ইসলাম টিটু কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
সৈয়দ আশফাকুল ইসলাম টিটুও ছিলেন স্বতন্ত্র প্রার্থী। তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে চাচাতো ভাই সৈয়দ শাফায়েতুল ইসলামের পক্ষে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে ভোটের মাঠে নেমেছেন। ছোট বোন ডা. সৈয়দা জাকিয়া নূর লিপিকে পরাজিত করে বিজয়ী হওয়ার চ্যালেঞ্জ নিয়ে নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন বড় ভাই সৈয়দ শাফায়েতুল। আওয়ামী রাজনীতির অন্যতম ধারক ও বাহক ‘সৈয়দ পরিবারে’র আপন দুই ভাইবোনকে নির্বাচনী মাঠে দেখতে পেয়ে ভোটাররা এক ধরনের অস্বস্তিতে পড়েছেন। ৭ জানুয়ারি ভোটে কে বিজয়ী হবেন, তা নিয়ে চলছে তুমুল উত্তেজনা। সব মিলিয়ে নির্বাচনী মাঠ জমে উঠেছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেলে কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়ামের জনসভায় আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রীর শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের নৌকার প্রার্থী ডা. সৈয়দা জাকিয়া নূর লিপিকে জয় যুক্ত করার জন্য নৌকা মার্কায় ভোট চান।
প্রধানমন্ত্রী কিশোরগঞ্জের এ আসনটিতে নৌকা মার্কায় ভোট চাওয়াতে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ শাফায়েতুল ইসলামের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করা দলীয় নেতাকর্মীদের মাঝে এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে। শুক্রবার (২৯ ডিসেম্বর) নির্বাচনী এলাকাটির বিভিন্ন ইউনিয়নে ঘুরে দেখা যায় আনটিতে প্রধানমন্ত্রী নৌকা মার্কায় ভোট চাওয়ায় নৌকার পালে জোরেশোরে হাওয়া লাগতে শুরু করেছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা ধারণা করছেন প্রধানমন্ত্রী যেহেতু নৌকা প্রতীকে ভোট দিয়ে লিপিকে জয়যুক্ত করার আহ্বান জানিয়েছেন আসনটিতে বিজয়ের শেষ হাসি নৌকা প্রতীকের প্রার্থী ডা. সৈয়দা জাকিয়া নূর লিপিই হাসবেন। এছাড়া কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর উপজেলা) আসনের নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে ডা. মো. আবদুল হাই। নির্বাচনী মাঠে আরও রয়েছেন বাংলাদেশ কংগ্রেস পার্টির মোবারক হোসেন (প্রতীক: ডাব), ইসলামী ঐক্যজোটের মো. আশরাফ উদ্দিন (প্রতীক: মিনার), গণতন্ত্রী পার্টির অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন (প্রতীক: কবুতর), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. আব্দুল আউয়াল (প্রতীক: ছড়ি) ও ন্যাশনাল পিপলস পার্টি- এনপিপির মো. আনোয়ারুল কিবরিয়া (প্রতীক: আম)। কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর উপজেলা) আসনে পুরুষ ও নারী এবং হিজড়া মিলিয়ে মোট ভোটার রয়েছেন ৫ লাখ ১৩ হাজার ৯৭৮ জন। মোট ভোটকেন্দ্র রয়েছে ১৭৪ ও ভোট কক্ষ ১০৭৩টি। আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
error: Content is protected !!