হোম » রাজনীতি » উল্লাপাড়ায় মনোনয়নপত্র জমা দিলেন ৩ জন

উল্লাপাড়ায় মনোনয়নপত্র জমা দিলেন ৩ জন

রায়হান আলীঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ৩০ নভেম্বর বৃহস্পতিবার সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে সংসদ সদস্য পদে মোট ৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এরা হলেন, এই আসনের সাবেক আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি। অপর দুই প্রার্থীরা হলেন, জাতীয় পার্টির হিল্টন প্রামানিক ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের (ইনু) মোস্তফা কামাল বকুল।

উল্লাপাড়ার সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন উল্লিখিত ৩ ব্যক্তির মনোনয়নপত্র জমাদানের বিষয়টি নিশ্চিত করেছেন।

Loading

error: Content is protected !!