হোম » রাজনীতি » চাটখিলে অবরোধের সমর্থনে মশাল মিছিল

চাটখিলে অবরোধের সমর্থনে মশাল মিছিল

চাটখিল প্রতিনিধি : নোয়াখালীর চাটখিলে হাসিনা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা ও অবৈধ নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে ৮ম দফায় ডাকা ৪৮ ঘন্টার দেশব্যাপী সর্বাত্মক অবরোধের সমর্থনে মশাল মিছিল করা হয়েছে। 
উপজেলা হালিমা দীঘির পাড় চাটখিল সরকারি কলেজ সড়কে ২৮ নভেম্বর (মঙ্গলবার) সন্ধ্যায় উপজেলা শহরে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে মশাল মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা শ্রমিকদলের যুগ্ম-আহ্বায়ক হাজী মাসুদ, সরকারী কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইমাম হোসেন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি শামসুল ইসলাম রতন, ইমরুল হাসান প্রদীপ, ফখরুল ইসলাম সোহাগ সহ উপজেলা পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Loading

error: Content is protected !!