হোম » রাজনীতি » চতুর্থবারের মতো ভোলা-৩ এর নৌকার মাঝি শাওন

চতুর্থবারের মতো ভোলা-৩ এর নৌকার মাঝি শাওন

ভোলা প্রতিনিধি : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৩ আসনের নৌকার মাঝি হতে দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান সরকার দলীয় সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
রবিবার বিকেলে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় মনোনয়ন চুড়ান্ত প্রার্থীদের তালিকা ঘোষণা করেন।
এসময় এমপি শাওন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও তার নির্বাচনী এলাকা ভোলা-৩ আসনের সকল জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। খবরটি লালমোহন তজুমদ্দিনে ছড়িয়ে পড়লে সন্ধ্যায় এলাকায় প্রার্থীদের সমর্থনে পৃথকভাবে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে আনন্দ শোভাযাত্রা ও মিষ্টি বিতরণ করেন।
শাওনের নির্বাচনে অংশ নেওয়ার খবরে অভিনন্দন জানিয়েছেন লালমোহন-তজুমদ্দিন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা, সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব ছাড়াও সাধারণ মানুষ।

Loading

error: Content is protected !!