হোম » রাজনীতি » রাজনৈতিক স্থিতিশীলতা সৌহার্দ্যকে  এগিয়ে নিতে কক্সবাজারে কর্মশালা অনুষ্ঠিত

রাজনৈতিক স্থিতিশীলতা সৌহার্দ্যকে  এগিয়ে নিতে কক্সবাজারে কর্মশালা অনুষ্ঠিত

মোহাম্মদ খোরশেদ হেলালী, কক্সবাজার : প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি কক্সবাজার দেশের অন্যতম পর্যটন নগরী । নানা কারণে এই অঞ্চলের গুরুত্ব  বাংলাদেশে অপরিসীম, প্রয়োজনীয়তা রয়েছে এখানকার রাজনৈতিক স্থিতিশীলতারও। কক্সবাজারে রাজনৈতিক সৌন্দর্য ও  সৌহার্দ্য আরও গতিশীলতার সঙ্গে এগিয়ে নিতে অঙ্গীকার ব্যক্ত করেছেন রাজনীতিবিদ, যুব ‍ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। 
রবিবার (২৬ নভেম্বর)দুপুরে শহরের কলাতলীর একটি অভিজাত হোটেলে আয়োজিত ‘রাজনৈতিক সৌহার্দ্যের সংস্কৃতিকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মশালা থেকে এ অঙ্গীকার ব্যক্ত করা হয়। দেশের প্রধান তিনটি রাজনৈতিক দলের সদস্যদের নিয়ে গঠিত মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম (এমএএফ) কক্সবাজারের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতৃবৃন্দের পাশাপাশি এতে অংশ নেন কক্সবাজারের বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধিরাও। কর্মশালায় রাজনৈতিক সৌহার্দ্যের ধারণা এবং সৌহার্দ্যপূর্ণ রাজনীতি চর্চার গুরুত্ব ও কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা হয় এবং আগামী দিনে কক্সবাজারের রাজনৈতিক সৌহার্দ্যের সংস্কৃতিকে আরো শক্তিশালী করার লক্ষ্যে একটি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। ইউকে এইড-এর অর্থায়নে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাস্তবায়িত বাংলাদেশ স্ট্রেনদেনিং পলিটিক্যাল অ্যাকাউন্টাবিলিটি ফর সিটিজেন এমপাওয়ারমেন্ট (বি-স্পেইস) প্রকল্পের সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়।
এমএএফ কক্সবাজারের সভাপতি রেজাউল করিমের নির্দেশনায় এমএফ এর সহ সভাপতি রামু উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা রিয়াজ উল আলমের সভাপতিত্বে ও এমএএফ কক্সবাজারের সাধারণ সম্পাদকের উপস্থিতিতে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন কক্সবাজার সদর  উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হামিদা তাহের , কক্সবাজার জেলা পরিষদের সদস্য ও জেলা বিএনপির সদস্য হুমায়রা বেগম, কক্সবাজার  জাতীয় মহিলা পার্টির  সভাপতি আসমাউল হোসনা ।এসময় কর্মশালার উদ্দেশ্য ও লক্ষ্য উপস্থাপন করে স্বাগত বক্তব্য রাখেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল চট্টগ্রামের সিনিয়র রিজিওনাল ম্যানেজার মোঃ সদরুল আমিন ও কর্মশালা পরিচালনা করেন রিজিওনাল কো-অর্ডিনেটর মোহাম্মদ ওবায়দুর রহমান ।
মাল্টিপার্টি এডভোকেসি ফোরামের সদস্যবৃন্দ ছাড়াও কর্মশালায়, যুব রেড ক্রিসেন্ট, বিএনসিসি, লিও, রোবার স্কাউট, নৌ স্কাউট, গার্লস গাইড, রেঞ্জার, ওয়াইসিড, টিম কক্সবাজার, সহ বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধিরা ও এমএএফ এর সদস্যরা অংশ নিয়ে রাজনৈতিক দল গুলোর কাছে নিজেদের প্রত্যাশা তুলে ধরেন।

Loading

error: Content is protected !!