হোম » রাজনীতি » হরতালের প্রতিবাদে চকরিয়াতে আওয়ামী লীগের বিক্ষোভ 

হরতালের প্রতিবাদে চকরিয়াতে আওয়ামী লীগের বিক্ষোভ 

এইচ এম রুহুল কাদের, চকরিয়া: দেশব্যাপী বিএনপির ডাকা সকাল-সন্ধা হরতালের প্রতিবাদে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ করেছেন চকরিয়া উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
২৮শে অক্টোবর (শনিবার) বিকাল ৫টায় চকরিয়া শহরের থানা রাস্তার মাথা  সিস্টেম কমপ্লেক্স থেকে শুরু করে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে পূনরায় থানা রাস্তার মাথা এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন,চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন আলমগীর চৌধুরী, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক তানভীর আহমেদ সিদ্দিকী তুহিন। এতে চকরিয়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক অহিদুজ্জুমান অহিদ, ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম রানা,নয়ন, যুবলীগ নেতা ববি হাজ্জাজসহ শতাধিক আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় নেতৃবৃন্দ বলেন, বিএনপির অবৈধ জ্বালাও-পোড়াও হরতাল চকরিয়ার মানুষ গ্রহণ করবে না। নির্বাচন বানচাল করতে তারা এসব করছে। তাদের মোকাবিলা করা হবে। আমরা আগামীকাল পাড়া-মহল্লায় দূর্গ গড়ে তুলে হরতাল প্রতিহত করবো।

Loading

error: Content is protected !!