হোম » রাজনীতি » শেরপুরে আঃ লীগ নেতার লাশ উদ্ধার 

শেরপুরে আঃ লীগ নেতার লাশ উদ্ধার 

এম এ রাশেদ: বগুড়ার শেরপুর উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের টাকাধুরিয়া গ্রামের মরহুম তাহেজ আলী খানের ছেলে সাবেক ছাত্রলীগ নেতা ও বর্তমানে সীমাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের অন্যতম সদস্য মহরম আলী খান নিখোঁজের তিনদিন পর বাঙালি নদীর বগুড়া বাজার ব্রিজ এলাকা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করেছে।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবু কুমার সাহা জানান সীমাবাড়ী বাজার ব্রিজ এলাকায় বাঙালি নদী থেকে মহরম আলী খান নামে একজনের লাশ বুধবার সকাল নয়টার দিকে পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ সময় নিহত মহরম আলী খানের সহধর্মিণী উপস্থিত অফিসার ইনচার্জ এর নিকট বলেন তার স্বামীর স্বাভাবিক মৃত্যু হয়নি তাকে হত্যা করা হয়েছে।

Loading

error: Content is protected !!