হোম » গণমাধ্যম » বিকল্পধারার কাউন্সিল ১০ জুন

বিকল্পধারার কাউন্সিল ১০ জুন

নিজস্ব প্রতিবেদক: বিকল্পধারা বাংলাদেশ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের কাউন্সিল অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে। দলের এক বর্ধিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

গত ২১ মার্চ বিকল্পধারার মধ্যবাড্ডার কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত বর্ধিত সভা সন্ধ্যার পর শুরু হয়ে গভীর রাত পর্যন্ত চলে। সভায় সভাপতিত্ব করেন বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান এমপি।

বর্ধিত সভায় বিকল্পধারার কেন্দ্রীয় কাউন্সিল আগামী ১০ জুন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া বিকল্পধারার অঙ্গ সংগঠন শ্রমজীবীধারার কাউন্সিল ১৪ মে, স্বেচ্ছাসেবক ধারার কাউন্সিল ২০ মে, বিকল্পধারা ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কাউন্সিল ২৭ মে এবং বিকল্প যুবধারার কাউন্সিল ৩ জুন অনুষ্ঠিত হবে বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।

বর্ধিত সভায় বক্তৃতা করেন বিকল্পধারার জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. মহসিন চৌধুরী ভূদেব চক্রবর্তী, ওবায়দুর রহমান মৃধা, যুগ্ম মহাসচিব এনায়েত কবির, দপ্তর সম্পাদক ওয়াসিমুল ইসলাম, যুবধারার সভাপতি আসাদুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক মোস্তফা সরোয়ার, শ্রমজীবী ধারার সাধারণ সম্পাদক আরিফুল হক সুমন, শ্রমিক নেতা শাহজাহান সিরাজ সবুজ, শ্রমিক নেতা ওমর ফারুক,বিকল্পধারার কেন্দ্রীয় নেতা মারুফ হাসান কাজল, যুবধারার সহ-সভাপতি ইকবাল হোসেন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম শিহাব প্রমূখ

error: Content is protected !!