হোম » রাজনীতি » ভোট দিতে গেলে বিএনপির কর্মীদের পুলিশে ধরিয়ে দিতে বললেন নৌকার প্রার্থী

ভোট দিতে গেলে বিএনপির কর্মীদের পুলিশে ধরিয়ে দিতে বললেন নৌকার প্রার্থী

রবিউল হাসান লায়ন : জামালপুর প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে কেন্দ্রে গেলে বিএনপির কর্মীদের পুলিশে ধরিয়ে দিতে বলেছেন জামালপুর-৫ সদর আসনের নৌকার প্রার্থী আবুল কালাম আজাদ। তিনি বুধবার সকালে জামালপুর পৌরসভার তেতুলিয়ায় গণসংযোগ শেষে নির্বাচনী পথসভায় এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, ত্রিপল নাইনে খবর দিলে পুলিশ এসে তাদের ধরে নিয়ে যাবে। নৌকার প্রার্থী আবুল কালাম আজাদের এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
এ সময় পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিমসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
জামালপুর পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম বলেন, তিনি ও নৌকার প্রার্থী বলেছেন, বিএনপি নির্বাচন বর্জন করেছে। তাদের কর্মীরা কারোর পক্ষ নিয়ে ভোট কেন্দ্রে গিয়ে নাশকতার চেষ্টা করলে পুলিশকে খবর দিতে বলেছেন।
জামালপুর-৫ (সদর) আসনে নৌকা প্রতীকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ, লাঙল প্রতীকে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জাকির হোসেন খান ও ঈগল প্রতীক নিয়ে নির্বাচন করছেন স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য এবং এফবিসিসিআই এর পরিচালক রেজাউল করিম রেজনুসহ ৭ জন।
error: Content is protected !!