হোম » অন্যান্য বিভাগ » লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক নিহত

লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক নিহত

মিজানুর রহমানঃ জাতীয় পার্টির জেলা সম্মেলনের সংবাদ সংগ্রহ শেষে লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইউনুস আলী (৪৫) নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। শনিবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কে বিদ্যুৎ স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 
নিহত সাংবাদিক ইউনুস আলী হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের পশ্চিমবেজ গ্রামের মোজাম্মেল হকের ছেলে। তিনি ‌‘সময়ের কণ্ঠস্বর’ ও ‘স্বদেশ প্রতিদিন’ নামে দুইটি পত্রিকার লালমনিরহাট প্রতিনিধি এবং লালমনিরহাট জেলা রিপোর্টাস ইউনিটির সভাপতি ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, লালমনিরহাট জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনের সংবাদ পরিবেশন শেষ করে মোটরসাইকেলে করে হাতীবান্ধা ফিরছিলেন ইউনুস আলী। পরে বুড়িমারী মহাসড়কে বিদ্যুৎ স্টেশন এলাকায় পৌঁছলে বুড়িমারী থেকে আসা পণ্যবাহী একটি ট্রাক ধাক্কা দেয় তাকে। এতে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করে পুলিশে সোপর্দ করে।
আদিতমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
error: Content is protected !!