হোম » অন্যান্য বিভাগ » গোবিন্দগঞ্জে রাখালবুরুজ ইউনিয়ন জাতীয় পার্টির মতবিনিময় সভা

গোবিন্দগঞ্জে রাখালবুরুজ ইউনিয়ন জাতীয় পার্টির মতবিনিময় সভা

রেজুয়ান খান রিকন: গাইবান্ধার গোবিন্দগঞ্জে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দীয় সিদ্ধান্তের প্রেক্ষিতে দলীয় নেতাকর্মীদের করণীয় বিষয় তুলে ধরতে উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যায় চাঁদপুর সিংগা বাজারে রাখালবুরুজ ইউনিয়ন জাতীয় পার্টির আয়োজনে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য, গাইবান্ধা জেলা জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক, গোবিন্দগঞ্জ উপজেলা জাতীয় পার্টির
আহবায়ক ও সংসদ সদস্য প্রীর্থী অধ্যক্ষ কাজী মোঃ মশিউর রহমান।

রাখালবুরুজ ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব আব্দুল ওহেদ মন্ডল চাঁদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান মোল্লা, উপজেলা জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক আব্দুল গণি সরকার, উপজেলা জাতীয় পার্টি যুগ্ন আহবায়ক ও দরবস্ত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আমিনুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক ও পৌর জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব আব্দুল কালাম আজাদ এবং উপজেলা জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক ও কামারদহ ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম।

এসময় প্রধান অতিথি বলেন, বিএনপি শুধু আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে চায়। আর আওয়ামী লীগ চায়, বিএনপি যেন রাষ্ট্রক্ষমতায় যেতে না পারে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, দুটি দলই দেশের মানুষের কথা ভাবছে না। জাতীয় পার্টি ছাড়া কোনো দল দেশের মানুষের কষ্ট বোঝে না। দেশের মানুষ মারাত্মক কষ্টে আছে। স্বল্প আয় দিয়ে সংসার চালাতে পারছে না সাধারণ মানুষ। দেশের খেটে খাওয়া মানুষ বুঝতে পারছে, কষ্ট কত অসহ্য। রাখালবুরুজ ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাসেন আলী আকন্দের আহবানে ও সাংগঠনিক সম্পাদক ইদ্রিস আলীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির সদস্য ও হরিরামপুর ইউনিয়ন জাতীয় পার্টির সহ- সভাপতি দেলোয়ার হোসেন, ফুলবাড়ী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ফারুক
আহমেদ সাজু, শিবপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি জয়দুল ইসলাম জীবন, রাজাহার ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আলতাফ হোসেন বম্বু, শাখাহার ইউনিয়ন জাতীয় পার্টির সহ-সভাপতি আকবর আলী, নাকাই ইউনিয়ন জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিক, ছাত্র সমাজ নেতা ফিরোজুল ইসলাম তুহিন প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে ইউনিয়ন জাতীয় পার্টির নেতৃবৃন্দ প্রধান অতিথিকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয়। সভায় বক্তারা ৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে স্লোগানে হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলের উন্নয়নচিত্র তুলে ধরেন।

অনুষ্ঠানে গোবিন্দগঞ্জ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এস

error: Content is protected !!