হোম » অন্যান্য বিভাগ » ভেড়ামারায় আল্ হেরা মডেল একাডেমির শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদপত্র বিতরণ

ভেড়ামারায় আল্ হেরা মডেল একাডেমির শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদপত্র বিতরণ

জাহিদ হাসান: কুষ্টিয়া ভেড়ামারায় আল্ হেরা মডেল একাডেমি কিন্ডারগার্টেনে ২০২২ সালের বৃত্তি পরিক্ষায় প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, সনদপত্র বিতরণ ও অভিভাবকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গতকাল শনিবার (৯ সেপ্টেম্বর) সকাল ৯ টার বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উক্ত বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাডভোকেট আব্দুর রশিদের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক শারমীন আকতারের সঞ্চালনার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নুরুল আমীন। বিশেষ অতিথি ছিলেন, দৌলতপুর উপজেলা প্রকৌশলী মোঃ রাকিব হোসেন, বিশিষ্ট আলোচক মাওলানা আব্দুল কাদের, পৌর মেয়রের স্ত্রী কবি আমেনা খানম। সংবর্ধনা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে আল্ হেরা মডেল একাডেমির প্রতিষ্ঠাতা, অধ্যক্ষ, লেখক ও গবেষক হাসানুজ্জামান খসরু শুভেচ্ছা বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করেন অতিথি বৃন্দ। উল্লেখ্য, অত্র প্রতিষ্ঠানের মোট ৬৫ জন পরীক্ষার্থী ২০২২ সালে দেশব্যাপী অনুষ্ঠিত পরীক্ষায় ট্যালেন্টপুলসহ বিভিন্ন গ্রেডে বৃত্তি প্রাপ্ত হয়।
\ম.
error: Content is protected !!